নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামে গত সোমবার দিবাগত গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়েগেছে অসহায় মমতা বেগমের বসত ভিটা। এতে নগদ টাকা, ছাগল ও আসবাবপত্রসহ প্রায় ৫ লাখ ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্থ মমতা বেগম ওই গ্রামের মৃত জলিল মিয়ার স্ত্রী। ঘটনার খবর পেয়ে পৌরসভার প্যানেল মেয়র আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, পুলিশ ও দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সুত্রে জানাযায়, সোমবার দিবাগত গভীর রাতে হঠাৎ করে অসহায় বিধাব মমতা বেগমের বসত ঘরে দাউ দাউ করে আগুনের লিলিহান শিকা দেখতে পেয়ে স্থানীয় লোকজন ছুটে আসে। প্রাণপন চেষ্টা করে আশপাশের ঘর গুলো অক্ষত রাখতে সক্ষম হলেও মমতা বেগমের ঘরটি সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ঘরের ভিতরে থাকা ৮টি ছাগল, নগদ প্রায় ৭০ হাজার টাকা, আসবাবপত্রসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। খবর পেয়ে দমকল বাহিনী আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ( ওই দিনের দায়িত্বরত) এটিএম সালাম, কাউন্সিলর কবির মিয়া, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম এবং নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা ক্ষতিগ্রস্থ পরিবারকে শান্তনা দিয়ে সহযোগিতার আশ্বাস দেন। তবে কিভাবে আগুনের সুত্রপাত হলো তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ধারনা করা যাচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে অথবা রান্নার ছুলা থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে।