নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জে বহুল আলোচিত ট্রিফল মার্ডার মামলার পলাতক আসামী লিটন মিয়াকে গ্রেফতার করছে র্যাব- ৯।
মঙ্গলবার দুপুরে দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৯ একদল সদস্য।
আটককৃত লিটন কসবা গ্রামের ফরমজ আলী পুত্র। পলাতক লিটন মার্ডার মামলাসহ একাধীক মামলায় ওয়ারেন্টভূক্ত ছিল।
মঙ্গলবার দুপুর আড়াই টায় আটককৃত লিটনকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব-৯।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, কসবা গ্রামের আলোচিত ট্রিফল মার্ডার মামলায় দীর্ঘ দিন ধরেই পলাতক ছিল লিটন।
সে কোথায় থাকতো গ্রামবাসি জানতেন না। গত সোমবার রাতে হঠাৎ সে গ্রামে আসে। এসময় গ্রামে মধ্যে কয়েকজন অপরিচিত লোকের আনাগোনা গ্রামের লোকজন দেখতে পান।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একদল সদস্য অভিযান চালিয়ে কসবা গ্রাম থেকে লিটনকে আটক করে।
নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খান বলেন, লিটন ট্রিফল হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামি হিসাবে পলাতক ছিল। র্যাব-৯ এর একদল সদস্য আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে।