চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে কৃষি সম্প্রসারণের অায়োজনে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টা স্থানীয় শহীদ মিনারে চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ অাবু তাহের এ ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন।
এর পূর্বে পৌর শহরে র্যালী শেষে এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অালোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অাহমেদ জামিলের সভাপতিত্বে ও কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন সরকারে পরিচালনায় এতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ অাবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অালহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস কাজী সাফিয়া অাক্তার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক প্রমুখ।
বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা ও কামারী অাব্দর রউফ, উপসহকারী কৃষি কর্মকর্তা হেলাল মিয়া, ক্রেল প্রকল্পের সাইট অফিসার মোস্তাফা হায়দার, লাইভলিহুড ফ্যাসিলেটটর মোঃ শরীফুজ্জামান, উপজেলা কৃষকলীগ সভাপিত শাহাজাহান চৌধুরী।
এবারে ফলদ বৃক্ষ মেলার স্লোগান অর্থ পুষ্টি স্বাস্থ চান দেশী ফল বেশী খান। মেলায় ১০ টি বিভিন্ন জাতের ফলদ, ঔষধি, পরিবেশ সম্মত কৃষি উপকরণ, ক্রেলের কেচো সার, হাওড়ে সবজি চাষের প্রদর্শনী রয়েছে।