চুনারুঘাট থেকে সংবাদদাতা: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী নতুন বাজারে ছফিনা-নুর ফাউন্ডেশনের উদ্যোগে হত দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকাল ৩টায় মিরাশী সিএনজি গ্যারেজ প্রাঙ্গনে এক বিতরণ সভা অনুষ্টিত হয়। ছফিনা-নুর ফাউন্ডেশনের সভাপতি আমিন আলী মাষ্টারের সভাপতিত্বে ও সাংবাদিক ফারুক মাহমুদের পরিচালনায় এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামালীগের সভাপতি ও হবিগঞ্জ জজ কোর্টের পিপি এম আকবর হোসেন জিতু, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা আওয়ামালীগের সহ- সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ মাষ্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রাণীগাও আওয়ামীলীগ নেতা আঃ কাইয়ুম, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন, ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া, মাওঃ মোশাহিদ আলী। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওঃ মোঃ আইয়ুব আলী। সভা শেষে লন্ডন প্রবাসী মোমিন আলীর অর্থায়নে ও ছফিনা-নুর ফাউন্ডেশনের উদ্যোগে হত দরিদ্র শতাধিক শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর পুর্বে মিরাশী নতুন বাজারে ছফিনা-নুর কিন্ডার গার্টেনের শুভ উদ্বোধন করেন এবং শিক্ষার্থীতের হাতে বই তুলে দেন অথিতিবৃন্দ।