হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুন বাজার মাঠে ফুটবল খেলার সময় শ্বাসবন্ধ হয়ে আলমগীর (২৬) নামে যুবক মারা গেছে।
গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর পইল বড়বাড়ির সিরাজ মিয়ার পুত্র। স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকালে পইল নতুন বাজার মাঠে স্থানীয় রংমেস্ত্রী বনাব কাঠমেস্ত্রীর মধ্যে প্রীতি ফুটবল অনুষ্ঠিত হয়। এতে রংমেস্ত্রী দলের আলমগীর খেলার মাঠে হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে তিনি মাঠের বাইরে চলে যান। ব্যথা বাড়তে থাকলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শ্বাসবন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করছেন চিকিৎসক।