উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জের সর্বন্তরের নেতৃবৃন্দের আয়োজনে প্রবাসী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সম্মানে গত রোববার বিকেলে শহরের চায়নিজ রেষ্টুরেন্ট নাইচে প্রীতিভোজ ও মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালিক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর আব্দুল হান্নান। প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাছুম বিলাহ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর আব্দুল হান্নান কল্যাণ সমিতির সভাপতি মুজিবুর রহমান,সিনিয়র সভাপতি রিন্ধসঢ়;জল মিয়া,সহ সভাপতি আলী জাহান,সহসভাপতি আব্দুল কাশেম,যুগ্ন সাধারন সম্পাদক মিজানুর রহমান চৌধুরী,সদস্য আব্দুল আলী,জিলুর রহমান জিলু নবীগঞ্জ কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ,হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল,সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান,সাবেক সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক,সাবেক চেয়ারম্যান আব্দুল হাই,মুক্তিযোদ্ধ আব্দুর রুপ,আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ,সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু,রিজভী আহমদ খালেদ, শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী,সাধারন সম্পাদক রুবেল মিয়া,বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান সেফু,ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা,ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু ,প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাকিল হোসেন,উজ্ঝল সরদার,ছাত্রলীগের সভাপতি আবু ছালেহ জীবন,পৌর কাউিন্সিলর জাহেদ চৌধুরী প্রমূখ। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আগামী ৩০ জুলাই প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে নবীগঞ্জের বিভিন্ন ইউনিয়নের গরীব ও দু;স্থদের মধ্যে রিক্সা ও সেলাই মেশিন বিতরনী অনুষ্টানে নেতৃবৃন্দ নবীগঞ্জবাসীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করে বলেন,আপনারা প্রবাসে থাকার পরও মা মাটির টানে এলাকায় এসে গরীব দু;খী অসহায় মানুষের পাশে দাড়িছেন।আপনাদের এ উদ্যোগ প্রশংসনীয়।