শাহ মনসুর আলী নোমান, বিশেষ প্রতিনিধি : ২৫ জুলাই সোমবার সকালে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর অডিটোরিয়ামে ইংরেজী বিভাগের উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত উপাচার্য এ এফ মুজতাহিদ-এর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি সেমিনারে ‘মর্ডানিজম এন্ড পোস্ট মর্ডানিজম’ এর উপর তাঁর জ্ঞানগর্ভ বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্যে পঞ্চদশ খ্রিষ্টাব্দের রেনেঁসা থেকে বিংশ শতাব্দীর দ্বিতীয় মহাযুত্তোর কাল পর্যন্ত ইংরেজী সাহিত্য, চিত্রকলা, সঙ্গীত, স্থাপত্য ও মনোজাগতিক বিবর্তনে আধুনিকতা ও উত্তর আধুনিকতা এবং আন্তর্জাতিক সাহিত্যের বিভিন্ন শাখা ও ইতিহাসের উপর আলোকপাত করেন। অনুষ্ঠানে ইংরেজী বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারের শেষ পর্যায়ে অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন।