চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের পশ্চিম পাকুড়িয়া গ্রামে আব্দুল ছত্তর নামে এক জ্বীন মোল্লার আবির্ভাব ঘটেছে। ওই জ্বীন মোল্লা কিছুদিন পূর্বে এখানে কিছু জমি ক্রয় করে বাড়ী তৈরী করে আস্তানা গেড়েছে।
প্রতিদিন সকালে জ্বীন মোল্লা আব্দুল ছত্তর জ্বীন হাজিরের নামে চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকার আগত শত শত সহজ সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। সে পৌর শহরের বিভিন্ন পয়েন্টে নিয়োগ দিয়েছে ১৫/২০জন দালাল। দালালরা পৌর শহরে আগত সহজ সরল মানুষদের ভুল বুঝিয়ে নিয়ে যায় ছত্তর মোল্লার আস্তানায়। ছত্তর মোল্লা দালালদের প্রতিদিন ৩শ টাকা হারে মজুরী দিচ্ছেন।
এক ভুক্তভোগী জানান, ছত্তর মোল্লা নিজে নিজেই তার মাথায় জ্বীনের মত চুল লাগিয়ে এবং গাঘরী জাতীয় পোশাক পড়ে নিজেই জ্বীনের কন্ঠ নকল করে সহজ সরল আগত মানুষদের প্রতারিত করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।
উল্লেখ্য যে, ওই জ্বীন মোল্লার বাড়ী চুনারুঘাট উপজেলার ৯নং রাণীগাও ইউনিয়নের বড়জুষ গ্রামে। এলাকার ভূক্তভোগী মানুষ ওয়ান ইলেভেনের সময় ওই ছত্তর মোল্লার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করলে গ্রেফতার এড়াতে ঘা ডাকা দেয় ছত্তর মোল্লা।
বর্তমানে সে নতুন করে পশ্চিম পাকুড়িয়া গ্রামে আস্তানা গেড়ে সহজ সরল মানুষদের সাথে প্রতারণা করে যাচ্ছে। প্রতারিত মানুষ ছত্তর মোল্লার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।