খন্দকার অালাউদ্দিন, চুনারুঘাট থেকে : চুনারুঘাটে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগনের সংবর্ধনা প্রদান ও বিশেষ অাইন শৃংঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় থানা হল রুমে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি উদ্যোগে ও চুনারুঘাট থানার অায়োজনে এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তীর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) ইকবাল হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিল সুপার (এসপি) জয়দেব কুমার ভদ্র।
বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ অাবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান অালহাজ্ব লুৎফুর রহমান মহালাদার, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, ইউএনও জামিল অাহমেদ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সাবেক পিপি মোঃ অাকবর হোসেন জিতু, সচিব পনয় পাল।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নব- নির্বাচিত চেয়ারম্যান দেওরগাছ ইউপির চেয়ারম্যান শামছুন নাহার, সাটিয়াজুরী অাব্দর রশিদ, শানখলা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার, ইউপি সদস্য চান্দা অালী, পৌর কাউন্সলর তাজুল ইসলাম কাজল, নিপৃন পালসহ উপজেলার ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগন উপস্থিত ছিলেন।