বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবল উপজেলায় টাকাসহ দুই জুয়ারিকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার সাটিয়াজুরী বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আজগর আলীর ছেলে পারভেজ (২৬) বারআওলিয়া গ্রামের দিদার আলীর ছেলে কারুজ্জামান (২৫)।
কামাইছড়া পুলিশ ফাঁড়ির এসআই রুপু কর জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে দুই জনকে আটক করতে সক্ষম হলেও বাকীরা পালিয়ে যায়। তাদেরকে নিয়ে থানায় আছি বলেও জানান তিনি।