হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরতলীর বহুলা সূর্যদয় একাডেমীর সামন থেকে ৬০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
রবিবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ সূত্র জানায়, গত শনিবার রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস আই সুদ্বিপ রায় ও ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ শহরতলীর বহুলা গ্রামে অভিযান চালিয়ে সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের মোঃ আরজু মিয়ার ছেলে মোঃ শাহেদ আহমেদ (২৭) ও সুলতান মাহমুদপুর গ্রামের মৃত আব্দুল হেকিম এর ছেলে আব্দুল হাই (৩০) কে আটক করে।
এ সময় তাদের দেহ তল্লাশী করে ৬০ পিছ ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।