এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের কুমড়ি গ্রামে অবৈধ দখলকৃত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ ও বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে এ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়। জানা যায়, কুমড়ি গ্রামের কাউছার মিয়ার বাড়ির জায়গা দীর্ঘদিন যাবত দখল করে রাখে প্রভাবশালী জামাল মিয়াসহ তার লোকজন। এ ব্যাপারে কাউছার মিয়া বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিন আদালতে মামলার কার্যক্রম চলার পর আদালত ওই বিরোধপূর্ণ জায়গায় যাতে কেন পক্ষ না যেতে পারে সে জন্য বানিয়াচং থানার ওসির (রিসিভার) তত্ত্বাবধানে দেন। এরই প্রেক্ষিতে গতকাল দুপুরে স্থাপনা উচ্ছেদ শুরু হয়। এসময় ৩টি ঘরসহ বিরোধপূর্ণ জায়গায় সবকটি স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ বলেন, আদালতের পরবর্তী আদেশ না হওয়া পযর্ন্ত ওই জায়গা ওসির হেফাজতে থাকবে। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী বলেন, স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে এখন ওই জায়গা কেউই আদালতের পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত ব্যবহার করতে পারবে না। স্থাপনা উচ্ছেদ অভিযানে বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসানের নেতৃত্বে একদল পুলিশ অংশ গ্রহন করেন।