এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরে পাগলা ঘোড়ার কামড়ে এক মুক্তিযোদ্ধাসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জানা যায়, শহরের শ্মশানঘাট, রাজনগর এলাকাসহ কয়েকটি এলাকায় একটি পাগলা ঘোড়া মানুষদেরকে কামড় শুরু করে। পরে আহতরা হাসপাতালে চিকিৎসা নেয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘোড়াটি আটক করে থানায় নিয়ে আসে। তবে একটি সূত্র জানায়, ওই পাগলা ঘোড়াটি কে একটি কুকুর কামড়ে দেয়ার পরই ঘোড়াটির উপদ্রুপ শুরু হয়।