প্রেস বিঞ্জপ্তি: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায় ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের বিরুদ্ধে সুনামগঞ্জে বোমা হামলার ১২ বছর পর মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হবিগঞ্জ সদর উপজেলা যুবদল।
রবিবার বিকালে শায়েস্তানগর বাজার থেকে মিছিলটি শুরু হয়। পরে শহর প্রদক্ষিণ করে শায়েস্তানগর ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় এক পথসভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা যুবদল নেতা হাজী মতিউর রহমান মতিন, শাহনেওয়াজ মেম্বার,পৈল ইউনিয়ন যুবদলের সভাপতি সাইদুর রহমান শামীম, রিচি ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মো: জুনাইদ আহমেদ, লষ্করপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ জালাল মিয়া, রাজিউড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক দুলাল আহমেদ, যুবদল নেতা জুয়েল রানা, জাহির মিয়া তালুকদার, মো: ইলিয়াছ মিয়া,মো: আক্তার আহমদ, বাবুল আহমদ, মোঃ রিপন মিয়া, মিজানুর রহমান আলমগীর, কামরান আহমেদ সুমন, মোঃ আরজত আলী,মো: আব্দুল কাইয়ুম, ইব্রাহিম মিয়া, মোঃ খালেদ আহমদ, মোঃ কামাল, মো: আক্তার মিয়া প্রমূখ।