চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় চলন্ত গাড়ীতে ব্যবসায়ী রুবেল মিয়ার ( প্রিতম ব্রিকস এর মালিক)উপর হামলা চালিয়ে সাথে থাকা নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আসামপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
আহত রুবেল মিয়া জানান, সকাল সাড়ে ১০টার দিকে ৭ লক্ষ ৩৫ হাজার টাকা পূবালী ব্যাংকে জমা দেয়ার জন্য আসলে ব্যাংকের সামনে তার নোহা গাড়ীটি আটকিয়ে সুরুজ হাজীর ছেলে রফিক, রাসেল ও আক্তার সহ কয়েকজন আমার উপর হামলা চালিয়ে আমার সাথে থাকা টাকা পয়সা নিয়ে যায়।
এসময় ছিনতাই কারীদের আঘাতে তিনি গুরুতরআহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে প্রেরণ করে।
এনিয়ে টাকা ছিনতাইয়ের মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছে।
অপর একটি সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ বালু মহালকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।