অনলাইন ডেস্ক : সৌদি আরবে সন্ত্রাসীদের গুলিতে ইয়াকুব হোসেন (৪০) নামে ফেনীর এক প্রবাসী নিহত হয়েছেন।
শুক্রবার (২২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। ইয়াকুব হোসেন পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত মো.ইদ্রিস মিয়ার ছেলে।
ইয়াকুব হোসেনের ভাই ইয়াছিন জানান, শুক্রবার জুমার নামাজ পড়ে ইয়াকুবসহ আরও কয়েক বাংলাদেশি সৌদি মালিকের গাড়িতে করে বাসায় ফিরছিলেন। পথে পূর্ব শত্রুতার জের ধরে সৌদি মালিকের ওপর সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এসময় ইয়াকুব গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ইয়াকুবের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।