নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের নব-নির্বাচিত মেম্বার আল-আমীন খানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ও সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবীতে নবীগঞ্জ উপজেলার সকল নির্বাচিত মেম্বারদের উদ্যেগে শনিবার বিকেলে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে এক মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে।
এতে বিভিন্ন ইউনিয়ন থেকে নব-নির্বাচিত মেম্বারগন উপস্থিত ছিলেন। উক্ত মানববন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, নব-নির্বাচিত মেম্বার মোঃ আফতাব আলী, আব্দুল মুকিত, আব্দুস সুবহান, মোঃ জিল্লুর রহমান, সাইদুর রহমান, সুভাষ রায়, শেখ ভুঠ্রো মিয়া, শাহ সুজন আহমদ, আছাদ হোসেন, জুবায়ের আহমদ, কাশেম চৌধুরী, জাকারিয়া চৌধুরী প্রমুখ।
উক্ত মানবন্ধনে বক্তাগন আল-আমীন খানের উপর যাহারা সন্ত্রাসী হামলা করেছে তাদেরকে পুলিশ প্রশাসন দ্রুত গ্রেফতার না করলে পরবর্তীতে আরো কঠোর কর্মসুচী দেয়ার হুশিয়ারী দিয়েছেন।