নিজস্ব প্রতিবেদক ॥ কাল স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় মুক্তি পাচ্ছে বাউল আব্দুল করিমের জীবনকাহিনী নিয়ে হবিগঞ্জের তরুন চলচ্চিত্র নির্মাতা মোক্তাদির ইবনে ছালামের ছবি ‘রঙ্গের দুনিয়া’ । পর্যায় ক্রমে ইউরোপের বিভিন্ন হলে মুক্তি পাবে এই চলচ্চিত্র।
লালন শাহের পর বাংলাদেশে বাউল সঙ্গীতের সবচেয়ে প্রভাব বিস্তারকারী বাউল শিল্পী শাহ আব্দুল করিম। সুনামগঞ্জের বেড়ে উঠা রঙিন এই মানুষটি তার রঙে রাঙিয়েছেন পুরো বাংলা। লালন শাহ, হাছন রাজা, সঙ্গীতের এই দুই মহান সাধককে নিয়ে চলচ্চিত্র নির্মাণ হলেও শাহ আব্দুল করিমকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের প্রয়াস এই প্রথম।
সারা প্রোডাকশনের ব্যানারে হবিগঞ্জের দুই কৃতি সন্তান গোলাম আনিস চৌধুরী ও মুকিত চৌধুরীর যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘‘রঙ্গের দুনিয়া’’। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন বাউল গবেষক সিদ্দিকী হারুন।
বাউল করিমের কিশোর, তরুন, ও পরিণত বয়সে অভিনয় করছেন যথাক্রমে.. ফারজান, আগুন ও খাইরুল আলম সবুজ। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন.. স্বাধীন খসরু, ঝুনা চৌধুরী, ফারজানা ছবি, শিরিন বকুল, লাক্স সুপার স্টার শানু রাই দৈবী শানু, আব্দুল আজিজ, সাইফুল ইসলাম মাহমুদ, কন্ঠশিল্পী আশিক, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ১৫০ জন অভিনেতা-অভিনেত্রী ।