এম এ আই সজিব ॥ এমপি কেয়া চৌধুরীর দাবীর অনুযায়ী বাহুবল ও নবীগঞ্জ বাসীর জন্য ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ চালু’র সম্ভাবনা তৈরী হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে এ সম্ভাবনা তৈরি হয়। জানা যায়, এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি গত ২১ জুলাই মহান সংসদে তার বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলকের কাছে নবীগঞ্জ ও বাহুবলে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ স্থাপনের আহ্বান জানান। এ সময় অচিরেই তা স্থাপনের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। এমন আশ্বাস দেয়ায় এমপি কেয়া চৌধুরী তখন এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন। এ প্রসঙ্গে প্রতিবেদকের সাথে আলাপকালে এমপি কেয়া চৌধুরী বলেন, “জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নবীগঞ্জ-বাহুবলের নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে এগিয়ে নিতে মহান সংসদে মাননীয় প্রতিমন্ত্রীর কাছে এ দাবী রেখেছি। মাননীয় প্রতিমন্ত্রী আমার দাবী পূরণের আশ্বাস প্রদান করেছেন”। এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে নবীগঞ্জ-বাহুবলের শিক্ষার্থীদের মধ্যে বইছে আনন্দের বন্যা।