এম এ আই সজিব ॥ হবিগঞ্জ কারাগারে স্বামীকে মাদকদ্রব্য দিতে গিয়ে গাঁজাসহ রুশেনা বেগম (২৮) নামের এক গৃহবধুকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সে সদর উপজেলার সৈয়দপুর গ্রামের কালা মিয়ার স্ত্রী।
গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে কারাগারের প্রধান ফটকের সামন থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, ওই গ্রামের চাঁন মিয়ার পুত্র কালা মিয়া একটি মারামারি মামলায় সম্প্রতি কারাগারে যায়। কিন্তু সে মাদকসেবী ছিল।
প্রায়ই কতিপয় কারারক্ষীকে ম্যানেজ করে তার স্ত্রী রুশেনা কারাগারের ভেতরে তাকে মাদক দিয়ে আসত। বিষয়টি পুলিশের নজরে এলে ওই সময় গাঁজা নিয়ে কারাগারের ভেতর প্রবেশ করার সময় সদর থানার এসআই সুমন চন্দ্রের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। এ সময় তার নিকট থেকে উল্লেখিত গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা দেয়া হয়েছে। থানায় রুশেনা জানায়, আমি গাঁজা নিয়ে আসিনি। আমার স্বামীর বন্ধু সুজন গাঁজা দিয়ে আমাকে কারাগারে পাঠায়। আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে।