এমএআই সজিব ॥ হবিগঞ্জ শহরতলীর বড় বহুলা গ্রাম থেকে রুমনু আক্তার (১৬) নামে এক কিশোরী অপহরণের ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শুক্রবার অপহৃত কিশোরীর পিতা আব্দুল জলিল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই গ্রামের পুরুষ মহিলাসহ ৫ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলেন ওই গ্রামের মৃত তারা মিয়ার পুত্র ফয়সল মিয়া, ফুল মিয়া ও আরজু মিয়া, ফুল মিয়ার স্ত্রী রাজু বিবি ও একই গ্রামের মৃত রজব মিয়ার পুত্র জমশেদ মিয়া।
উল্লেখিত আসামীরা ওই কিশোরীকে জোরপূর্বক অপহরণ করেছে বলে মামলায় উল্লেখ করা হয়। অপর একটি সূত্র জানায়, ওই গ্রামের জনৈক যুুবকের সাথে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। ওই দিন সে প্রেমের টানে ওই যুবকের সাথে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। উল্লেখ্য, গত ১৩ জুলাই ওই গ্রামের আব্দুল জলিলের কিশোর কন্যা রুমনু আক্তার (১৬) বাড়ি থেকে নিখোজ হয়। তার আত্মীয়-স্বজনসহ বিভিন্নস্থানে অনেক খোজাখুজি করে তাকে কোথাও পাওয়া যায়নি।