বিশেষ প্রতিনিধি।। “হটাও জঙ্গি বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে যুবলীগের সমাবেশ গত শুক্রবার ২২ জুলাই বিকেলে জেলা শহীদ মিনার প্রঙ্গণে অনুষ্টিত হয়।
জেলা যুবলীগের সভাপতি ও মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদ হোসেনের পরিচালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট বেলাল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রত্যেক্ষ ও পরোক্ষ ভাবে যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে তাদেরকে চিহ্নিত করে প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার মদদে সন্ত্রাস সৃষ্টি হচ্ছে। যারা এই সন্ত্রাসের অর্থ যোগান দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবুল, কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম। সমাবেশে আরো উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, এডভোকেট আব্দুল খালিক, বদরুল ইসলাম বদরুল, মাহবুবুর রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন অপু প্রমুখ।
এছাড়া সমাবেশে বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে শতশত নেতাকর্মীরা মিছিল সহকারে উপস্থিত হন। সমাবেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস সহ সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য যুব সমাজের প্রতি বক্তারা আহ্বান জানান।