চুনারুঘাট(হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে ১কোটি ৫লাখ টাকা ব্যয়ে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন হবিগঞ্জ-৪(চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি এডভোকেট মাহবুব আলী।
শুক্রবার সকাল ১১টায় তিনি চুনারুঘাট আরএইচডি (সাইনবোর্ড)- গোগাউড়া পর্যন্ত প্রায় দেড় কিঃ মিঃ রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করেন। ৮০লাখ টাকা ব্যয়ে চুনারুঘাট স্থানীয় সরকার বিভাগ এ কাজটি করছে। পরে এমপি মাহবুব আলী দুর্গাপুর বাজার- উলুকান্দি ভায়া উবাহাটা ইউপি অফিস রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন।
২৫ লাখ টাকা ব্যয়ে চুনারুঘাট স্থানীয় সরকার বিভাগ এ কাজটি বাস্তবায়ন করছে।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ কাদির লস্কর, উপজেলা প্রকৌশলী রাসেদুল আলম, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, শানখলা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রইছ উল্লাহ, মাধবপুর উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ রফিক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, কাউন্সিলর মরতুজ আলী সরদার, জেলা যুবলীগের শিল্প-বাণিজ্য সম্পাদক ও উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, নুরুল ইসলাম কবীর, খোকন চৌধুরী, জহির মোল্লা ও ছাত্রলীগ নেতা টিপু সুলতান প্রমুখ।