চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে এক গাঁজা ব্যবসায়ীকে দুই মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় এ কারাদন্ড প্রদান করেন উপজেলা সহকারী (ভূমি) তন্ময় ইসলাম।
কারাদন্ড গাঁজা ব্যবসায়ী উপজেলার বাল্লা পাক্কাবাড়ী এলাকার আবুল কালাম আজাদের ছেলে রিপন মিয়া (৩৫)।
জানা যায়, উপজেলার বাল্লা ষ্টেশনে গাঁজা বিক্রিকালে বিজিবি’র কমান্ডিং অফিসার মিজবাউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৫ পুড়িয়া গাঁজা সহ তাকে আটক করে উপজেলা ভ্রাম্যমান আদালতের হাতে সোপর্দ করলে ভ্রাম্যমান আদালত তাকে দুই মাসের কারাদন্ড প্রদান করেন।