চুনারুঘাট(হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে এক বৃদ্ধকে মারধর করে অর্থকরি লুট করেছে একদল দূর্বৃত্ত। জানাযায়,বুধবার রাত ৯টায় উপজেলার রাণীগাও গ্রামের মৃত আঃ আজিজের ছেলে মোঃ আঃ হান্নান (৬০) রাণীগাও বাজার থেকে বাড়ী ফেরার পথে ছোট দীঘিরপাড় নামক স্থানে পৌছামাত্র একই গ্রামের মৃত আঃজববারের ছেলে আঃ রাজ্জাক (৪৫)সহ একদল দূর্বৃত্ত তাকে মারধর করে ৪০হাজার টাকা লুটপাট করে পালিয়ে যায়। গুরুতর আহত আঃ হান্নানকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।