শাহ মনসুর আলী নোমান : ২১ জুলাই ২০১৬ বৃহস্পতিবার নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর অডিটোরিয়ামে জঙ্গীবাদ বিরোধী কমিটি গঠন উপলক্ষে সকল শিক্ষকদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত উপাচার্য এ এফ মুজতাহিদ-এর সভাপতিত্বে এবং প্রক্টর ও সহকারী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ এর সঞ্চালনায় এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাচারাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আব্দুল মজিদ ও বিজনেস ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. তোফায়েল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেন, সবাইকে রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে জাতীয় স্বার্থে জঙ্গীবাদ মোকাবেলা করতে হবে। স্বাধীনতার সুফল দেশের আপামর জনগণের মধ্যে বন্টিত করার মহান লক্ষ্যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কে একযোগ কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা দেশ ও জাতি গঠনে আত্মনিয়োগ করবে। সভায় অন্যান্য বক্তারা বলেন, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যাতে কোনভাবে জঙ্গীবাদের দিকে ধাবিত হতে না পারে সে লক্ষ্যে আমাদের সবাইকে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে একসাথে কাজ করতে হবে।
পরে সর্বসম্মতিক্রমে প্রফেসর ড. মোঃ আব্দুল মজিদ ও প্রফেসর ড. তোফায়েল আহমেদ-কে উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রথীন্দ্র চন্দ্র গোপ-কে আহবায়ক করে দশ সদস্য বিশিষ্ট নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর জঙ্গীবাদ বিরোধী কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রথম জার্নাল-এর আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সকল বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন এবং জঙ্গীবাদ বিরোধী কর্মকান্ডের প্রতি একাত্বতা পোষণ করেন।