বাহুবল সংবাদদাতা : বাহুবল উপজেলার মহা-সড়ক ও বিভিন্ন হাট বাজারের পার্শ্ববর্তী রাস্তার সংলগ্নে গড়ে উঠছে অবৈধ দোকান পাঠ। এর ফলে পানি নিস্কাশন ও জনসাধারণ চলাচলে মারাত্বক প্রতিবন্ধকতা এবং যানজটের সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে অবৈধ উচ্ছেধ না থাকার কারণে স্থাণীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি দেদারছে টং দোকান ও ভিটে বাড়ি গড়ে তুলতে উঠে পড়ে লেগেছে। জানা যায়, উপজেলার হাবিজপুর, বশিনা, মিরপুর, বাহুবল বাজার, ডুবাঐ, পুটিজুরী সহ প্রভূতি স্থানে রাস্তার পার্শ্বে অসংখ্য দোকান তৈরির হিড়িক পড়েছে। সড়কের সংলগ্ন অহরহ গড়ে তুলা অবৈধ স্থাপনার কারণে জনসাধারণ নিরাপদে চলাফেরা করা সহ রাস্তার প্রস্ত ছোট হতে চলেছে। ইহাতে যেমন দুর্ঘটনার প্রবনা বেড়ে গেছে, তেমনি খাস জমি বে-দখল হচ্ছে। ইতিপূর্বে মীরপুর ও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালালেও প্রভাবশালীরা তা তোয়াক্ষা করেনি।