হবিগঞ্জ প্রতিনিধি : ‘জল আছে যেখানে মাছচাষ সেখানে’ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে শুরু হয়েছে ৭ দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ।
এ উপলক্ষে বুধবার সকালে জেলা মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন র্যালি, মাছের পোনা ছাড়া, কূইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করে।
বুধবার সকাল সাড়ে ৯টায় বৃষ্টিকে উপেক্ষা করে একটি বর্ণাঢ্য র্যালি বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সার্কিট হাউজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।
আলোচানায় অংশ নেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এমরান হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার, দৈনিক দেশজমিন সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের হবিগঞ্জ সংবাদ প্রতিনিধি মো. আলমগীর খান। পরে সার্কিট হাউজ সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, পোনামাছ ধরবেন না। আর ধরলে তার থেকে কেউ ক্রয় না করে আইনের হাতে তুলে দিন। সরকার মৎস্য সম্পদ রক্ষা এবং বিস্তারে যতটা আন্তরিক, ততটাই কঠোর পোনামাছ নিধনকারীদের দমনে।