বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুরে ফুটবল প্রীতি ম্যাচের পুরস্কার বিরতণ সম্পন্ন হয়ছে।
বুধবার বিকেলে মিরপুর অালিফ সোবহান চৌধুরী কলেজ মাঠে এ প্রীতি ফুটবল খেলার উদ্বোধন শেষে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলার মিরপুর বাজারের কামারগাও গ্রাম বনাম রুপসংকর গ্রামের সাথে এ খেলা শুরু হয়। ৭০ মিনিটের খেলায় ৪-১ গোলে কামারগাও গ্রামবাসী বিজয়ী হয়।
খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জ জেলা ব্যকসের কোষাধ্যক্ষ মীর একেএম জমিলুন্নবী ফয়সল।
এ সময় উপস্থিত ছিলেন ফিনাকল সোর্সিং লিমিটেড সিনিয়র ম্যানেজার আব্দুল আহাদ, বিশিষ্ঠ ব্যবসায়ী জিয়া উদ্দিন, হাফেজ শাহিন মিয়া, জসিম উদ্দিন, জয়নাল আবেদিন প্রমূখ।