চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের পনারগাঁও গ্রামের আব্দুল মন্নাফ মিয়ার কিশোরী কন্যা রাবিয়া খাতুন (১৫) নামে এক কিশোরী নিখোঁজ হয়।
জানা যায়, গত রোববার (১৭ জুলাই) বিকেলে তার নিজ বসতবাড়ি থেকে সুন্দরপুর বাজারে মোরগ কিনে নিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় রাবিয়া খাতুন।
কিশোরী রাবিয়া খাতুন নিখোঁজ হওয়ার ঘটনায় তার পিতা আব্দুল মন্নাফ বুধবার (২০ জুলাই) চুনারুঘাট থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেন।
এতে উদ্বিগ্ন কিশোরীর পিতা সব আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করে তার সন্ধান না পাওয়ায় চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং- ৭৮৫/১৬।
জিডির বর্ননানূযায়ী ফর্সা গায়ের রং এর ৫ফুট ৩ইঞ্চি উচ্চতার রাবিয়া খাতুন নিখোঁজ হওয়ার সময় তার পড়নে লাল রং এর জামা ও কালো রংয়ের পায়জামা পরিহিত ছিল বলে জানায় রাবিয়ার বাবা।
তবে, কোন সুহৃদয়বান ব্যক্তি রাবিয়া খাতুনের সন্ধান পেয়ে থাকলে (বর্তমান মেম্বার জহুর আলী) ০১৭১৮-৬০৬৫৪০ নং মোবাইল ফোনে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার পিতা মোঃ আব্দুল মন্নাফ।