এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামে আলোচিত লিটন হত্যা মামলায় পুলিশের হাতে আটককৃত আসামীসহ ১৬ আসামীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে আসামীরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে করাগারে প্রেরনের নির্দেশ দেন। কারাগারে প্রেরণকৃত আসামীরা হল,মোঃ মারাজ মিয়া, জাদু মিয়া, ভিংরাজ, ইদ্রিস আলী, এনাই মিয়া, রুবেল মিয়া, জালাল মিয়া, আক্তার মিয়া, হাদিস মিয়া, আলমগীর, ইলাছ মিয়া।
এছাড়াও আরও কয়েক জন আসামীকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। জানা যায়, কয়েক মাস পূর্বে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামে তাউস মিয়ার পুত্র লিটন মিয়াকে পূর্ব বিরোধের জের ধরে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার এসআই আব্দুর রহিম জানান, লিটন হত্যা মামলায় বেশ কয়েকজনকে আটক করে আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।