নিজস্ব প্রতিনিধি : আসাম বেঙ্গল রেলওয়ে সেকশনের সিলেট বিভাগে পাঁচটি জংশন ছিল। এর মধ্যে অন্যতম ছিল শায়েস্তাগঞ্জ জংশন। বর্তমানে এ জংশনটি হবিগঞ্জ জেলার একমাত্র রেলওয়ে জংশন হিসেবে গুরুত্ব বহন করছে।
প্রতিদিন এখান থেকে বিভিন্ন লোকাল ও আন্তঃনগর ট্রেনযোগে প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার যাত্রী দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে থাকেন। ট্রেন ভ্রমণের পূর্বে টিকেট ক্রয় করতে হয়। এ সময় দেখা দেয় বিড়ম্বনা। এখানে টিকেট পাওয়া যেন সোনার হরিণ।
অনেকেই টিকেট না পেয়ে বাধ্য হয়ে স্ট্যান্ডিং টিকেট (দাঁড়ানো টিকেট) নিয়ে ভ্রমণ করতে হচ্ছে। আবার অনেক যাত্রী ভেতরে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠে গন্তব্যে পৌঁছাচ্ছেন। এতে অনেক সময় যাত্রীরা দুর্ঘটনা ও পকেটমার আর ছিনতাইকারীর শিকার হচ্ছেন। এ অবস্থা দীর্ঘদিনের। এতে ট্রেন যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
সূত্র জানায়, এ জংশনে ঢাকাগামী উপবনের পূর্বে ছিল ৩১টি বর্তমানে ৬টি, পারাবতের ছিল ৯০টি বর্তমানে ৩৫টি, কালনীর ৯৫টি বর্তমানে ৪৫টি ও জয়ন্তিকার ৬০টি বর্তমানে ৪১টি এবং চট্টগ্রামগামী উদয়নের পূর্বে ছিল ৫২টি বর্তমানে ২৫টি ও পাহাড়িকার ৫৫টির স্থলে বর্তমানে ২০টি টিকেট রয়েছে। সব মিলিয়ে প্রতিদিন আন্তঃনগর ট্রেনের টিকেট সংখ্যা ১৭১টি।
অথচ যাত্রী সংখ্যা দুই থেকে আড়াই হাজার। এজন্য সবার পক্ষে ট্রেনের টিকেট পাওয়া দায় হয়ে দাঁড়িয়েছে। দিন দিন সংকট আরো ঘনিভূত হচ্ছে। বের হচ্ছে না সমাধানের উপায়।
এর সত্যতা নিশ্চিত করে শায়োগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মোঃ মোয়াজ্জুল হক রেজা বলেন- আর কি করেই বা টিকেট পাবেন। যাত্রীর পরিমাণ হিসেবে ট্রেনের আসন সীমিত। এ সীমিতকে আরো সীমিত করা হয়েছে। যাত্রী বাড়লেও আসন সংখ্যা বাড়ছে না বলেই দিন দিন যাত্রী দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। যাইহোক আমরা যাত্রী সেবায় কাজ করছি।
তিনি বলেন- টিকেট বৃদ্ধির জন্য কর্তৃপক্ষের কাছে বলা হলেও বৃদ্ধি করা হয়নি। তিনি আরও বলেন- ঈদ এলে যাত্রী চারগুণ বৃদ্ধি পায়। যাত্রী সামাল দিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তাই যাত্রীদের বসার আসনসহ জরুরী ভিত্তিতে টিকেট সংখ্যা বাড়ানো প্রয়োজন। তাহলে আমরা যাত্রীসেবায় আরও এগিয়ে যাব।
শায়েস্তাগঞ্জ উন্নয়ন পরিষদের সভাপতি গাজীউর রহমান ইমরান বলেন- কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন ধরে টিকেটের সংখ্যা বৃদ্ধির জন্য দাবি জানালেও টিকেট বৃদ্ধি করা দূরের কথা আরো কমানো হয়েছে। তাতে করে যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।
সাবেক পৌর প্যানেল মেয়র এমএ তাহের তালুকদার বলেন- যাত্রীদের কথা চিন্তা করে টিকেট বাড়ানো প্রয়োজন। তাই আর বিলম্ব না করে টিকেট বাড়াতে তিনি কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
ওসি মোঃ ইয়াছিনুল হক বলেন- যাত্রীসেবার কথা মাথায় রেখে গত কয়েক মাসে অভিযান পরিচালনা করে বেশ কয়েকজন কালোবাজারিকে গ্রেফতার করেছি। তিনি বলেন এ জংশন কালোবাজারি মুক্ত রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।