চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের নরপতি গ্রামের মাদক মামলার পলাতক ওয়ারেন্টের আসামী হাসন আলী (৩৫) কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে শ্রীকুটা সাহেব বাড়ী বাজার নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয় । আটককৃত হাসন ওই গ্রামের সুরুজ আলীর পুত্র ।
পুলিশ জানায়, হাসন আলীর বিরুদ্ধে জিআর ২৫০/১৫ এর মামলার পলাতক ওয়ারেন্টের আসামী। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। সে এতদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল।
চুনারুঘাট থানার এএসআই আলমাছের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে হাসন আলীকে গ্রফতার করে।