নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সদা হাস্যজ্বল মুক্ত মনের অধিকারী দানিশ লাল বনিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
শোক জ্ঞাপনকারীরা হলেন, সংগঠনের সভাপতি নারায়ন রায়, কালীপদ ভট্টআচার্য্য,বাদল কৃষ্ণ বনিক,¥ সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সাংগঠনিক সম্পাদক তনুজ রায়,বিভু আচার্য্য,রতনদীপ দাশ, অর্থ সম্পাদক প্রজেশ রায় নিতন ,আইন বিষয়ক সম্পাদক সজল গোপ,দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর,প্রচার সম্পাদক পবিত্র বনিক,সাহিত্য সম্পাদক পিন্টু রায়,গন সংযোগ সম্পাদক সলিল বরন দাশ, অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীতল রায়,সুখেন্দু পুরকায়স্থ, সাবেক ইউপি চেয়ারম্যান সমর চন্দ্র দাশ, সুষেন্দ্র দাশ, রানু দাশ গুপ্ত, সুশীল দাশ রায়, দিবেন্দ্র বিকাশ ধর ঠগর,গৌরমনি সরকার,গৌতম রায়,সুজিত পাল,লিটন দাশ,সুবিনয় দাশ মনি,দিলীপ গোপ,রাজীব রায় প্রমূখ।
শোক জ্ঞাপনকারীরা তাল আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।