সংবাদদাতা : শায়েস্তাগঞ্জের কাজিরগাও উপস্বাস্থ্য কেন্দ্রে প্রসূতি মায়ের ভিটামিন ক্যাপসুল নবজাতক শিশুদেরকে খাওয়ানো হয়েছে। ক্যাপসুল খাওয়ানোর সাথে সাথেই শিশুগুলো গুরুতর অসুস্থ হয়ে পড়ে। মৃত্যু পথযাত্রী ওই শিশুগুলোকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রবিবার দুপুরে সদর উপজেলার শায়েস্তাগঞ্জের কাজিরগাও উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রসূতি মহিলারা ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার জন্য যান। ওই সময় উপস্বাস্থ্য কেন্দ্রে সরকারী কোন চিকিৎসক ছিলেন না। বেসরকারী এনজিও মা-মনি প্রকল্পের স্বাস্থ্য কর্মী সুফিয়া খাতুন ভিটামিন এ ক্যাপসুল প্রসূতি মহিলাদের বদলে তাদের নবজাতক শিশুদেরকে ভুলক্রমে খাওয়ান। সাথে সাথে ওই নবজাতক শিশুরা বমি করতে শুরু করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সঙ্গীতা রানীর সেলফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে রাতে হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সারোয়ার আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভুলক্রমে মা-মনি প্রকল্পের স্বাস্থ্য কর্মী ভিটামিন এ ক্যাপসুল মায়েদের বদলে নবজাতক শিশুদেরকে খাইয়ে দেয়। তবে আশা করি কোন সমস্য হবে না। হাসপাতালের ডাক্তাররা ওই শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।