স্টাফ রিপোর্টার : বি-বাড়িয়া জেলার নাসিরনগর থানার খান্দুরা উত্তর হাবেলীর পীরজাদা সৈয়দ মজিবুল হোসেন লিটন, সৈয়দ আশরাফুল হোসেন এর বোন জামাই ও চুনারুঘাটের মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা সৈয়দ সফিক আহমেদ সফি চিশতীর বায়রা হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার ছোট বাসার বাসিন্দা লন্ডন প্রবাসী আলহাজ নুরুল হক চৌধুরী ওরফে তারন মিয়া গত বৃহশপ্রতিবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি——–রাজিউন)। মৃতু ̈কালে তিনি স্ত্রী সৈয়দা ডলি বেগম, ১ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ওগুনগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় মেয়ে ইংল ̈ান্ডে সিলিসিডর হিসেবে দায়িত্ব পালন এবং ছোট মেয়ে সেখানকার ১টি কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর। ছেলে ডাক্তারী পেশায় নিয়োজিত। এদিকে গতকাল শুক্রবার বাদ জুমা রাজনগর জামে মসজিদে অসংখ্য মুসল্লির উপস্থিতিতে জানাজা নামাজ শেষে মরহুমের লাশ রাজনগর কবর স্থানে মরহুম মা পাশে দাফন করা হয়েছে।
নুরুল হক চৌধুরী তারন মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের নেতবৃন্দ সহ বিভিন্ন মহল গভীর শোক ও শোকসমÍপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। পৃথক বিবৃতিতে যারা শোক প্রকাশ করেছেন তারা হলেন – ২০ দলীয়জোটের অন্যতম শরীক দল জাতীয় পার্টির কেন্দধীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ মোঃ আতিকুর রহমান আতিক, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহিদ উদ্দিন চৌধুরী, মুড়ারবন্দ দরবার শরীফের খাদেম এস মোজাম্মিল আহমেদ হামিদ, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক, নুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ মোঃ গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, চুনারুঘাট সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সিপাহসালার হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন (রঃ) ̄§ৃতি পরিষদের সভাপতি পীরে কামেল সৈয়দ হাসান ইমাম হোসেনী চিশতী, সিপাহসালার সৈয়দ শাহ নাসির উদ্দিন (রঃ)সিলেট ও তরফ রাজে ̈র বিজয়ী বংশীয় সৈয়দ গনের ইতিহাস লেখক ডঃ এস এম ইলিয়াস, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আঃ রকিব, সাধারণ সম্পাদক হারুন সাঁই, যুগ্ন সম্পাদক মঈনুল হাসান রতন, কোষধ ̈ক্ষ সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, প্রভাষক জালাল উদ্দিন রুমী প্রমুখ।