ডেস্ক : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নের নবনির্বাচিত ইউ/পি চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্যা ও সাধারন সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার অডিটরিয়ামে মহিলা সদস্যা ও সাধারন সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল।
উপজেলার ১০টি ইউনিয়নের ৩০জন সংরক্ষিত সদস্যা ও ৯০জন সাধারন সদস্য শপথ নেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, পিআইও মোঃ মাসুদুল ইসলাম, কৃষি কর্তকর্তা জালাল উদ্দিন সরকার, শিক্ষা কর্মকর্তা শামছুল হক, রির্পোটার্স ইউনিটির সভাপতি নূরুল আমিন, সেক্রেটারী আবুল কালাম আজাদ, উপজেলা মানবাধিকার সেক্রেটারী কাজী মাহমুদুল হক সুজন, মোঃ সেলিম মিয়া (ছলিম) সহ সরকারী কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক বৃন্দ।
এ সময় ১০টি ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিকাল ৪টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার ১০টি ইউনিয়নের নব নির্বাচিত ১০জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক সাবিনা আলম।