মোঃ রহমত আলী ॥ প্রধান মন্ত্রী শেখ হাসিনা জঙ্গী দমনে যে উদ্যোগ নিয়েছেন তা নবনির্বাচিত প্রতিনিধিরা শপথের মাধ্যমে অঙ্গিকার করতে হবে।
আগামী ঈদুল আযহার পূর্বে জঙ্গীদের প্রতিহত করতে হবে। তিনি বলেন, জঙ্গীদেও উদ্যেশ্য কোনো ভাবে সফল হতে দেয়া হবেনা। জঙ্গীরা দেশের শান্তি-শৃংখলা নষ্ট করছে এদেরকে যে কোনো ভাবে প্রতিহত করতে তিনি সকলই এগিয়ে আসার জন্য আহবান জানান। নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্টান জেলা প্রশাসক সাবিনা আলম এ কথাগুলো বলেন।
স্থানীয় সরকারের অধিনে শেষ দফার অনুষ্টিত নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন করা হয়েছে।
হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকেল ৪টায় প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত শপথ অনুষ্টানের আয়োজন করা হয়। স্থানীয় সরকার এর উপ-পরিচালক মোঃ আব্দুর রউফ এর পরিচালনায় হবিগঞ্জ সদর উপজেলা, মাধবপুর উপজেলা, চুনারুঘাট ও বাহুবল উপজেলার নির্বাচিত চেয়ারম্যানগনকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক সাবিনা আলম। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশফাকুল হক চৌধুরী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।