এম এ আই সজিব ॥ ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ এলাকা দিয়ে অবাধে চলছে ট্রাক্টর। আর এসব প্রাণঘাতি ট্রাক্টর চলাচলের কারণে ক্রমেই বেড়ে চলেছে দূর্ঘটনা ও প্রাণহাণী।
তবে স্থানীয়দের অভিযোগ হাইওয়ে থানা পুলিশের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করেই চালানো হচ্ছে এসব ট্রাক্টর।
জানা যায়, বেশ কিছুদিন পূর্বে মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধে এসব প্রাণঘাতী ট্রাক্টর চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেন প্রশাসন। নিষেধাজ্ঞার কয়েকদিন পর আইন মেনে মহাসড়ক দিয়ে ট্রাক্টর চলাচল না করলেও সম্প্রতি বেড়ে চলেছে এর প্রবণতা। দিন যত গড়াচ্ছে মহাসড়ক দিয়ে বেড়েই চলেছে ট্রাক্টর চলাচলের গতি।
দিনে দুপুরে মহাসড়ক দিয়ে এসব ট্রাক্টর চলাচল করায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভুমিকা নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে নানান প্রশ্ন।
স্থানীয় লোকজনের অভিযোগ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এক শ্রেণীর অসাধু কর্মকর্তাদের যোগসাজসে এলাকায় গড়ে উঠেছে একটি সিন্ডিকেট।
যার মাধ্যমে পুলিশের ওই কর্মকর্তাদের ম্যানেজ করে চালানো হয় ট্রাক্টর। বিনিময়ে দেয়া হচ্ছে মোটা অংকের টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাক্টর মালিক জানান, গত কয়েকদিন আগে আমার ট্রাক্টরটি মহাসড়ক দিয়ে চলাচলের অভিযোগে আটক করে হাইওয়ে থানা পুলিশ।
পরে ওই সিন্ডিকেটের মাধ্যমে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা থেকে টাকার বিনিময়ে ট্রাক্টরটি ছেড়ে আনা হয়।
অন্যএক ট্রাক্টর চালক এর সাথে এ প্রতিবেদকের অলাপকালে তিনি জানান, আমার ট্রাক্টর দিনে রাতে মহাসড়ক দিয়ে চললেও আটক করবে না পুলিশ। এর কারণ জানতে চাইলে বলেন, আমরা কয়েকজন ট্রাক্টর চালক মিলে প্রতি মাসে তাদেরকে টাকা দিয়ে আসছি।
এদিকে, হাইওয়ে পুলিশের এরকম কর্মকান্ড নিয়ে জনগণের মধ্যে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। এ ব্যাপারে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনের সেলফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।