নবীগঞ্জ প্রতিনিধি : অবশেষে নবীগঞ্জ উপজেলার ২ নং বড় ভাকৈর ( পুর্ব) ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আশিক মিয়া রবিবার বিকাল সাড়ে ৪ ঘটিকায় জেলা প্রশাসকের অফিস কক্ষে শপথ গ্রহণ করেছে।
উল্লেখ্য, গত ১৪ জুলাই নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে ১২ টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানো হলেও আইনী জটিলতার কারনে ২ নং ইউপির চেয়ারম্যান আশিক মিয়াকে শপথ করানো হয় নি।
রবিবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার হবিগঞ্জের উপ সচিব মোহাম্মদ আব্দুর রউপ স্বাক্ষরিত এক পত্রে ওইদিনই বিকালে শপথ গ্রহনের জন্য জানানো হয়। পত্র পেয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী নব নির্বাচিত চেয়ারম্যান আশিক মিয়া হবিগঞ্জ গিয়ে শপথ গ্রহন করেন।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চেয়ারম্যান আশিক মিয়া শপথ গ্রহন করায় এলাকায় উল্লাস দেখা দিয়েছে। এ ব্যাপারে চেয়ারম্যান আশিক মিয়া জানান, শপথ গ্রহনের মাধ্যমে সত্যের জয় হয়েছে।