শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :শায়েস্তাগঞ্জে জামায়াত নেতাদের বাড়িতে শনিবার মধ্যরাতে অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশের দাবি, হরতালকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য ইয়াছির আহমেদসহ জামায়াত নেতাদের বাড়িতে এ অভিযান চালানো হয়। তবে এ সময় কাউকে গ্রেফতার করা যায়নি। সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।