নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠের সিমানা প্রাচীরের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী এর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, উপজেলা মাধ্যমিক সমিতির সভাপতি ও উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম,প্রেসক্লাবের অফিস সম্পাদক মতিউর রহমান মুন্না প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শহরের রাজাবাদ পয়েন্টস্থ বিদ্যালয়ের পাশেই অবস্থিত বিশাল এই খেলার মাঠটি রাষ্ট্রীয় অনুষ্ঠানাদি পালনসহ শহর এলাকার বিনোদনের চাহিদা পূরণ করছে। বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে মাঠের এই সিমানা প্রাচীর নির্মাণে প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা ব্যায় হয়েছে।গতকাল সকালে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে এর উদ্বোধন ঘোষনা করা হয়।