তোফাজ্জল হোসেন অপু ,নূরপুর থেকে : হবিগঞ্জ সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নূরপুর নামক স্থানে বালুবাহী মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৩২৮৫) কে পাথর বুজাই আর একটি ট্রাক পিছনে ধাক্কা দিলে মহাসড়কের পাশে উল্টে ড্রাইভার এবং হেলফার ২ জন আহত হয়েছে।
শনিবার সকাল ৮টার দিকে মহাসড়কের নূরপুর লম্বাহাটি নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে। আহতদের তাৎক্ষনিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।