বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বারআউলিা ও রাজেন্দ্রপুর গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা সালিশে নিস্পত্তি করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় সাটিয়াজুরী রেল ষ্টেশনে এ সালিশের আয়োজন করা হয়।
বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই সভাপত্তিত্বে সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, ১২ পঞ্চাতের সভাপতি ও সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সরকার মোঃ শহিদ,বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ, মিরপুর ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন, সাবেক চেয়ারম্যান আঃ আউয়াল, নুরুল হক মেম্বার, শফিক মিয়া, সেলিম মিয়া মেম্বার,এখলাছ মেম্বার প্রমুখ।
সালিশ বৈঠকে সর্বসম্মতি ক্রমে বারআউলিয়া গ্রামকে ৪০ হাজার টাকা রাজেন্দ্রপুর গ্রামকে ১০ হাজার টাকা জরিমানা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রসঙ্গত, গত ২০ জুন কাঠাল ক্রয় করাকে কেন্দ্র করে বাহুবল উপজেলার বারআউলিয়া ও রাজেন্দ্রপুর গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত ও সাটিয়াজুরী বাজারে দোকানপাঠ ভাংচুর করা হয়।