আব্দুল হক রেনু ॥ শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকার সন্ধানী মটরস এর সামন থেকে একটি নাভানা মাইক্রোবাস চুরি হয়েছে। এতে এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত প্রায় ১২ টার সময় শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকার সন্ধানী মটরস এর সামনে মামুনুর রশিদ সুহেল নামে এক ব্যক্তি তার নাভানা মাইক্রোবাসটি রাখেন। যার নং-ঢাকা মেট্রো-গ ১৩-১৫৮১।
পরে তিনি পাশ্ববর্তী বাসায় রাত্রি যাপন করেন। এ সুযোগে কে বা কারা ওই গাড়িটি চুরি করে নিয়ে যায়। গতকাল শুক্রবার সকালে গাড়ির মালিক ঘুম থেকে উঠে ওই স্থানে গাড়িটি না পেয়ে অনেক খুজা খুজি করেন। এক পর্যায়ে তিনি গাড়িটি না পেয়ে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে নতুনব্রীজ এলাকার ব্যবসায়ীদের মধ্যে চোর আতংক বিরাজ করছে।