এম এ আই সজিব ॥ বাহুবলে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে এক গৃহবধুর উপর এসিড নিক্ষেপ করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, মহিলার উপর এসিড নিক্ষেপের ঘটনায় ওই এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।
যে কোন সময় আবারও ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার কাজিহাট গ্রামের আমান উল্লাহর ছেলে মানিক মিয়ার সাথে একই গ্রামের মর্ত্তুজ আলীর ছেলে মিলন মিয়ার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন মানিক মিয়ার মা নিল বানু (৩৫) এর উপর এসিড নিক্ষেপ করে।
এ সময় মহিলা যন্ত্রনায় চিৎকার শুরু করে। চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এসিড নিক্ষেপে মহিলার দুই পা থেকে কোমর পর্যন্ত ঝলসে গেছে। এখন হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রনায় কাতরাচ্ছেন ওই মহিলা। হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় নিল বানুর স্বামী আমান উল্লাহ জানান, হামলাকারীরা আমার সন্তানের উপর এসিড নিক্ষেপ করতে না পেরে স্ত্রীর উপর এসিড নিক্ষেপ করেছে।
এ ব্যাপারে মানিক মিয়া জানান, হামলাকারীরা আমার উপর এসিড নিক্ষেপ করতে এসেছিল। এ সময় আমার মা এগিয়ে আসলে তার উপর নিক্ষেপ করা হয়।