চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে দুই সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে এএসআই মোঃ আরিফুল আলম খান ও এএসআই মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলেন – উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত মোঃ আব্দুল্লাহ ছেলে নুরুল হক(৩৬) ও মহিমাউড়া গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে আঃ কাইয়ুম (৩৭)। ওয়ারেন্ট ভূক্ত তিন আসামির নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, নুরুল হক ৬ মাস সাজা ও আঃ কাইয়ুম ১ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোঃ ইকবাল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।