বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জ জেলার বাহুবলে চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত আসামী শামীম আহমেদ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার পুর্ব জয়পুর গ্রামের মৃত আব্দুস সোবহানের পুত্র।
বুধবার দুপুরে বাহুবল থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে আটক করে।
পুলিশ জানায়, ২০১৩ সালের জানুয়ারি মাসে হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্সের এমডি কসমেটিক্স ষ্টোরের মালিক শংকর রঞ্জন দেব মান্নার কাছ থেকে একটি ভূয়া চেক দিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়।
মান্না এ ব্যাপারে মামলা করলে আদালত থেকে তার এক বছরের সাজা ও ১০ লাখ টাকা জরিমানা হয়। এতদিন সে আত্মগোপনে ছিল।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ জুলাই) তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।