এম এ আই সজিব ॥ আজমিরীগঞ্জের আবাসিক হোটেল ও রেস্তোরা সমূহে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন আজমিরীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ।
জানাযায়, রাজধানী ঢাকার গুলশানের স্পাইনিং হোটেল ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগা মাঠের অদূরে বেশ কিছুদিন পূর্বে নাশকতামূলক হামলা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার রাত ৮টায় আজমিরীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ অহিদুর রহমান, পিপিএম এর সভাপতিত্বে বাজারের আবাসিক হোটেল ও রেস্তোরা সমূহের মালিকদের নিয়ে থানা কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ হোটেল মালিকদের জানান, সারাদেশে একের পর এক নাশকতামূলক হামলা হচ্ছে। হামলাকারীদের পরিচয় সহ সনাক্তকরণের জন্য পূর্ব সতর্কতা হিসেবে সিসি ক্যামেরা স্থাপন করা একান্ত জরুরি। তাই চলতি জুলাই মাসের ২৫ তারিখ অর্থাৎ আগামী দুই সপ্তাহের মধ্যে আজমিরীগঞ্জের আবাসিক হোটেল ও রেস্তোরা সমূহের মালিকদের তাদের ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেন।