হবিগঞ্জ প্রতিনিধি : আগামী শনিবার (১৬ই জুলাই) দেশব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাসের শিশুদেরকে সবুজ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাসের শিশুদেরকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার অধিদপ্তর আয়োজিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত।
ডাঃ সাবিনা আশরাফ লিপি এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ আব্দুর রউফ মৌল্লা,ডাঃ দেবলীলা দাস গুপ্ত।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আব্দুল মতিন।